আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টি কিংবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টায় কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পরও এসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ ও কুমিল্লাসহ ময়মনসিংহ ও সিলেটের কয়েকটি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
thebgbd.com/NIT