ঢাকা | বঙ্গাব্দ

আল কায়দার নেতা সিরিয়ার অন্তর্বর্তী প্রেডিসেন্ট

আসাদকে উৎখাত করে সিরিয়ার রাজধানী দামাস্কাস দখল করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)।
  • অনলাইন ডেস্ক | ৩০ জানুয়ারি, ২০২৫
আল কায়দার নেতা সিরিয়ার অন্তর্বর্তী প্রেডিসেন্ট আল-কায়দার সাবেক নেতা আহমেদ আল-শারা।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা। সে দেশের সরকারি সংবাদমাধ্যম ‘সানা’ এ খবর জানিয়েছে। জঙ্গি সংগঠন আল কায়দার সাবেক নেতা শারা প্রেসিডেন্ট হওয়ার পরেই সিরিয়ার সংবিধানকে বাতিল ঘোষণা করেছেন। সেই সঙ্গে জানানো হয়েছে, আইন পরিষদ গঠনের পরে তৈরি হবে নতুন সংবিধান।


প্রায় দেড় দশকের গৃহযুদ্ধের পর ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে উৎখাত করে সিরিয়ার রাজধানী দামাস্কাস দখল করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী। ক্ষমতাচ্যুত আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে যান। এর পরে বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষনেতা আবু মুহাম্মদ আল-জোলানি অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পান আর এক বিদ্রোহী নেতা মোহম্মদ আল-বশির।


অন্তর্বর্তী সরকারের সামরিক মুখপাত্র হাসান আবদেল গনি বৃহস্পতিবার সিরিয়ার সশস্ত্র বাহিনীর বিলুপ্তির কথাও ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘চার বছরের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।’ তার আগে সংবিধান প্রণয়ন এবং সশস্ত্র বাহিনী পুনর্গঠন করা হবে বলেও জানান আল-জোলানির ঘনিষ্ঠ গনি। ‘স্বৈরচারী শাসক’ বাশারের দল বাথ পার্টিকে ‘নিষিদ্ধ’ ঘোষণাও করেন তিনি।


সিরিয়ায় দীর্ঘ দিন শাসন করেছে আসাদ পরিবার। দেশটির বর্তমান সংবিধান বাশারের বাবা হাফিজ আল-আসাদের আমলে কার্যকর হয়। টানা ৩০ বছর সিরিয়া শাসন করেন তিনি। ২০০০ সালে হাফিজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার। বাবা-ছেলে মিলে ৫৪ বছর সিরিয়া শাসন করেছেন। এখনও পশ্চিমে ভূমধ্যসাগরের উপকূলবর্তী এলাকার কিছু অংশ আসাদ অনুগত সেনা ও মিলিশিয়া বাহিনীর দখলে রয়েছে।


সূত্র: বিবিসি


এসজেড