মদের বোতলের গায়ে ক্যানসারের বিধিবদ্ধ সতর্কীকরণ উল্লেখ করা হোক। এই আর্জি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে মুম্বাই হাইকোর্টে। মামলাকারী চাইছেন, আদালত এ বিষয়ে কেন্দ্র, রাজ্য সরকার এবং ভারতের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (এফএসএসএআই)-কে প্রয়োজনীয় নির্দেশ দিক।
আইনি খবরের ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, জনস্বার্থ মামলাটি করেছেন যশ চিলওয়ার নামে এক সমাজকর্মী। তার বক্তব্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদকে প্রথম শ্রেণির কারসিনোজেন (যে বস্তু থেকে ক্যানসার হতে পারে) বলে চিহ্নিত করেছে। কিন্তু এ বিষয়ে সাধারণ মানুষ বিশেষ অবগত নন। তাই মদের বোতলের গায়ে ক্যানসারের বিষয়ে একটি বিধিবদ্ধ সতর্কীকরণ থাকা প্রয়োজন বলে মনে করছেন মামলাকারী।
জনস্বার্থ মামলাকারীর বক্তব্য, মদ্যপান করলে সংশ্লিষ্ট ব্যক্তির ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেটি মদের বোতলের গায়ে নির্দিষ্ট ভাবে মোটা হরফে লেখা থাকা প্রয়োজন। কিন্তু তা হচ্ছে না। মামলায় বলা হয়েছে, যখন কেউ কোনও জিনিস কিনছেন, তখন সেই পণ্যের বিষয়ে সম্পূর্ণ তথ্য জানার অধিকার ক্রেতার রয়েছে। বিদেশে মদ বিক্রয়ের ক্ষেত্রে এ সংক্রান্ত সতর্কীকরণের উদাহরণও টেনে এনেছেন মামলাকারী। তিনি জানান, আয়ারল্যান্ড কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে মদের বোতলে সতর্কীকরণ লেখা রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে গত জুন মাসে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে মদ্যপানের কারণে ব্রেস্ট ক্যানসার, লিভার ক্যানসার-সহ বেশ কয়েক ধরনের ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বব্যাপী ৪ লক্ষেরও ক্যানসার আক্রান্তের মৃত্যু হয়েছে মদ্যপানের কারণে।
সূত্র: এএনআই
এসজেড