ঢাকা | বঙ্গাব্দ

হ্যাটট্রিকে ১৫২ বছরের রেকর্ড ভাঙলেন শার্দুল ঠাকুর

তার পেসে পুড়ে ২ রান তুলতেই সাজঘরে ফিরেছে প্রতিপক্ষের ৬ ব্যাটার। যা প্রথম শ্রেণির ১৫২ বছরের ইতিহাসে প্রথমবার হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ৩১ জানুয়ারি, ২০২৫
হ্যাটট্রিকে ১৫২ বছরের রেকর্ড ভাঙলেন শার্দুল ঠাকুর সংগৃহীত

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর। জাতীয় দলে না থাকলেও ঘরোয়া লিগগুলো খেলে যাচ্ছেন নিয়মিত। এবার রঞ্জি ট্রফিতে দারুণ পারফর্ম করে আবারও নজর কাড়লেন সবার। 


মুম্বাইয়ের জার্সি গায়ে আগের ম্যাচে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেছিলেন শার্দুল। এবার মেঘালয়ের বিপক্ষে বল হাতে করেছেন হ্যাটট্রিক। এদিন তার পেসে পুড়ে ২ রান তুলতেই সাজঘরে ফিরেছে প্রতিপক্ষের ৬ ব্যাটার। যা প্রথম শ্রেণির ১৫২ বছরের ইতিহাসে প্রথমবার হয়েছে।


ইনিংসের প্রথম ওভারেই মেঘালয়ের ব্যাটার নিশান্তা চক্রবর্তীকে সাজঘরে ফেরান শার্দুল। এরপর তৃতীয় ওভারে এসে তুলে নেন হ্যাটট্রিক। তৃতীয় ওভারের শেষ তিন বলে সাজঘরে ফেরান বালচান্দার অনিরুধ, সুমিত কুমার ও জাসকিরাত সিংকে। এই চার ব্যাটারের সবাই ডাক খেয়েছেন।


চলমান রঞ্জিতে মুম্বাইয়ের হয়ে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিকের এই কীর্তি গড়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সেও ১৫২ বছরের মধ্যে সবচেয়ে কম রানে প্রথম ৬ উইকেট হারিয়েছে মেঘালয়। 


এর আগে ১৮৭২ সালে লর্ডসে ০ রানে ৬ ব্যাটার সাজঘরে ফিরেছিল। যা এখন পর্যন্ত সবচেয়ে কম রানে ৬ উইকেট হারানোর রেকর্ড। তারও আগে ৩ রানে ৬ উইকেট পড়তে দেখা গিয়েছিল ১৮৬৭ সালে। আর ভারতের মাটিতে ৪ রানে ৬ উইকেট হারিয়েছিল ১৩৪৮ ও ১৯৬৩ সালে।


thebgbd.com/NIT