ঢাকা | বঙ্গাব্দ

নারী ফুটবলে অস্থিরতা চরমে, আপস করবে না বাফুফে

নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে কোচ বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব শুরু হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ৩১ জানুয়ারি, ২০২৫
নারী ফুটবলে অস্থিরতা চরমে, আপস করবে না বাফুফে সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবলে অস্থিরতা চরমে পৌঁছেছে। কোচ পিটার বাটলারের ডাকে সাড়া না দিয়ে সিনিয়র খেলোয়াড়রা অনুশীলন বয়কট অব্যাহত রেখেছেন, যা ফেডারেশনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।


নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে কোচ বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব শুরু হয়। সেই সময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির পরিকল্পনা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দলের সাফল্যের পর সেই পরিকল্পনা থেকে সরে এসে বরং বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করা হয়। কিন্তু এখন সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কোচের সম্পর্ক আরও খারাপ হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।


সিনিয়র খেলোয়াড়দের দাবি-দাওয়া উপেক্ষা করলে গণহারে অবসরের হুমকি দিয়েছেন তারা। তবে বাফুফে এই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ। কোচ পিটার বাটলারের অধীনে নারী ফুটবলারদের খেলতে হবে, এ নিয়ে কোনো আপস নেই বলে জানিয়েছে বাফুফে উইমেন্স কমিটি। যদি কেউ মানতে না চান, তাহলে ফেডারেশন বিকল্প পরিকল্পনায় যাবে, যেখানে সিনিয়র কিছু খেলোয়াড়কে ক্যাম্প থেকে বাদ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।


বৃহস্পতিবারের অনুশীলনেও সিনিয়র খেলোয়াড়রা অংশ নেননি। মাত্র ১২ জন ফুটবলার জিম সেশনে উপস্থিত ছিলেন, যারা সবাই নতুন। এ ঘটনায় কর্তারা যেমন উদ্বিগ্ন, তেমনি ক্ষুব্ধও। কারণ, ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচ রয়েছে, যেখানে শক্তিশালী দল গঠন করা জরুরি।


বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ মনে করছেন, সিনিয়র ফুটবলারদের কেউ ইন্ধন দিচ্ছে। তিনি বলেন, “পৃথিবীর কোথাও এমনটা হয় না, যেখানে খেলোয়াড়রা কোচের অধীনে খেলতে অস্বীকৃতি জানায়। কোচের সিদ্ধান্তই চূড়ান্ত।”


এদিকে, ফেডারেশন সূত্রে জানা গেছে, কোচ বাটলার আগামীর পরিকল্পনায় অধিনায়ক সাবিনা খাতুনকে রাখছেন না। বয়স ও ফিটনেসের কারণে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। ২৪ বছর বয়সী কৃষ্ণা রানী সরকারকেও সর্বশেষ সাফে বেঞ্চেই রাখা হয়েছিল বেশি সময়। সানজিদা আক্তার, মাসুরা পারভীনসহ আরও কয়েকজন সিনিয়র খেলোয়াড়কেও দল থেকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে।


বাটলার মনে করেন, অনূর্ধ্ব-২০ ফুটবলাররা প্রতিভাবান এবং বাফুফের পাইপলাইন যথেষ্ট শক্তিশালী। তাই সিনিয়র খেলোয়াড়রা অনুশীলনে না ফিরলে, নতুন খেলোয়াড়দের নিয়েই দল গঠনের দিকে এগোতে পারে ফেডারেশন। ফলে সিনিয়রদের ক্যারিয়ার বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে!


thebgbd.com/NIT