ঢাকা | বঙ্গাব্দ

উদ্ধার ব্ল্যাকবক্স, বিমানবন্দরে কর্মী নিয়েও প্রশ্ন

বিমানের উড়ান সম্পর্কিত যাবতীয় তথ্য রেকর্ড করা এবং ককপিটের কথোপকথন রেকর্ড করার যন্ত্রের নাম ব্ল্যাকবক্স।
  • অনলাইন ডেস্ক | ৩১ জানুয়ারি, ২০২৫
উদ্ধার ব্ল্যাকবক্স, বিমানবন্দরে কর্মী নিয়েও প্রশ্ন পটোম্যাক নদী থেকে উদ্ধার বিমানের ব্ল্যাকবক্স।

ওয়াশিংটনের বিমান দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। পটোম্যাক নদীর হিমশীতল পানিতে সাঁতার কাটা আর সম্ভব হচ্ছে না বলে উদ্ধারকাজ থামিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার (স্থানীয় ৩০ জানুয়ারি) রাতে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আবার উদ্ধারকাজ শুরু করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ইতিমধ্যে নদী থেকে ৪০টির বেশি দেহ উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে দুর্ঘটনাগ্রস্ত যাত্রিবাহী বিমানটির ব্ল্যাকবক্স।


বিমানের উড়ান সম্পর্কিত যাবতীয় তথ্য রেকর্ড করা এবং ককপিটের কথোপকথন রেকর্ড করার যন্ত্রের নাম ব্ল্যাকবক্স। পটোম্যাক নদী থেকে বৃহস্পতিবার ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়েছে। সেটি নিয়ে যাওয়া হবে নিকটবর্তী এনটিএসবি গবেষণাগারে। সেখানে পরীক্ষানিরীক্ষার পর ৩০ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংঘর্ষের ঠিক আগের মুহূর্তে ককপিটে কী কথা হয়েছে, তা জানা যেতে পারে ব্ল্যাকবক্স থেকে। দুর্ঘটনার কারণ সম্পর্কেও তথ্য মিলতে পারে।

 

আমেরিকান এয়ারলাইন্সের বিমানটির অবতরণের কথা ছিল ওয়াশিংটন রোনাল্ড রিগান ন্যাশনাল বিমানবন্দরে। অভিযোগ উঠেছে, ঘটনার সময়ে সেখানে পর্যাপ্ত কর্মচারী ছিলেন না। বিবিসি জানিয়েছে, সাধারণত বিমান এবং হেলিকপ্টারের ‘ট্র্যাফিক’ নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দরে দু’জন করে কর্মী দায়িত্বে থাকেন। কিন্তু দুর্ঘটনার সময়ে ছিলেন একজন। কেন বিমানবন্দরে কম সংখ্যক কর্মী ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


যাত্রিবাহী বিমানটিতে মোট ৬৪ জন ছিলেন। চপারে ছিলেন পাইলট-সহ তিন জন। এই দুর্ঘটনায় ৬৭ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পটোম্যাক নদী এই মুহূর্তে বরফের মতো ঠান্ডা। তাতে নেমেই চলছে উদ্ধারকাজ। কখনও উদ্ধারকারীরা দেহ তুলে আনছেন, কখনও পানি থেকে ভেসে উঠছে দেহাংশ।


বিমান দুর্ঘটনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে দায়ী করেছেন আগের দুই ডেমোক্রেট সরকারের নীতিকে। বিমান বিভাগে নিয়োগে ওবামা ও বাইডেন প্রশাসনের নীতি মানতে গিয়ে অযোগ্য কর্মীকে নিয়োগ করা হয়েছে। ফলে বিমান পরিষেবার সুরক্ষার সঙ্গে আপস করা হয়েছে। ট্রাম্প প্রশ্ন তুলেছেন, কেন বিমান দেখেও চপারটি সামনে থেকে সরে গেল না। বিমানবন্দর থেকেই বা কেন চপারকে পর্যাপ্ত নির্দেশ দেওয়া হল না।


সূত্র: বিবিসি


এসজেড