অভিযোগ এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি, তবে এনামুল হক বিজয়ের বিরুদ্ধে স্পট ফিক্সিং সংশ্লিষ্ট নানা সন্দেহ উত্থাপিত হয়েছে। এই পরিস্থিতিতে তাকে আপাতত দেশ ছাড়ার অনুমতি না দিতে ইমিগ্রেশন বিভাগকে অবহিত করা হয়েছে।
চলতি বিপিএলের শুরু থেকেই স্পট ফিক্সিংয়ের প্রসঙ্গ সামনে আসতে থাকে, যা সময়ের সঙ্গে আরও তীব্র হয়েছে। এরই ধারাবাহিকতায় বিসিবির দুর্নীতি দমন বিভাগ সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানিয়েছে, যাতে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিদেশে যেতে না পারেন।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা, যার নাম প্রকাশ করা হয়নি, নিশ্চিত করেছেন যে, “এনামুল হকের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তবে এই নিষেধাজ্ঞা অস্থায়ী। তদন্তে যদি প্রমাণিত হয় যে এনামুল কোনো অনিয়মে জড়িত নন, তাহলে তার দেশত্যাগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
প্রসঙ্গত, মৌসুমের শুরুতে এনামুল দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন, তবে পরে তাকে সরিয়ে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে।
এনামুল একা নন, রাজশাহীর আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। শুধু রাজশাহী নয়, অন্তত আরও তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপরও দুর্নীতি দমন বিভাগ নজর রাখছে।
thebgbd.com/NA