ঢাকা | বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বিভ্রান্তি, সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্নমুখী তথ্য উঠে এসেছে বিভিন্ন সূত্রে।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বিভ্রান্তি, সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে ছবি : সংগৃহীত।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্নমুখী তথ্য উঠে এসেছে বিভিন্ন সূত্রে। প্রথমদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে তিনি তখন এর পরিমাণ সম্পর্কে কিছু জানাননি।


গত ৯ জানুয়ারি, বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ বিষয়ে অবহিত করেন। তবে পরবর্তীতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ সংক্রান্ত ভিন্ন বক্তব্য দেন। ২৮ জানুয়ারি, মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, "সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছেন, তা আমার জানা নেই।"


সরকারি চাকরিজীবীরা আদৌ মহার্ঘ ভাতা পাবেন কিনা—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


এ বিষয়ে আজ রোববার (২ ফেব্রুয়ারি) নতুন করে বক্তব্য দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তিনি জানান, মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না।


নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "অর্থ মন্ত্রণালয় যা বলবে, সেটাই সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। তাই এ বিষয়ে অপেক্ষা করাই শ্রেয়।" তিনি আরও বলেন, "গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্যের দিকেই আমাদের দৃষ্টি রাখা উচিত।"


এদিকে, জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের চারটি বিভাগকে প্রদেশ করার সুপারিশ করেছে। মোখলেস উর রহমান নিশ্চিত করেছেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীকে চারটি পৃথক প্রদেশ হিসেবে গঠনের প্রস্তাব দিয়েছে কমিশন।


আগামী ৫ ফেব্রুয়ারি, জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের ১৮২ পৃষ্ঠার সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। তিনি জানান, এই সুপারিশে জনবান্ধব প্রশাসন তৈরির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


thebgbd.com/NA