ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে ব্লু নেটওয়ার্ক গঠনের যাত্রা শুরু, বাউনিয়া খালের খনন উদ্বোধন

রাজধানীর জলাবদ্ধতা দূর করতে ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে ব্লু নেটওয়ার্ক গঠনের প্রকল্প বাস্তবায়নের যাত্রা শুরু হলো।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ ফেব্রুয়ারি, ২০২৫
রাজধানীতে ব্লু নেটওয়ার্ক গঠনের যাত্রা শুরু, বাউনিয়া খালের খনন উদ্বোধন ছবি : সংগৃহীত।

অবশেষে রাজধানীর জলাবদ্ধতা দূর করতে ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে ব্লু নেটওয়ার্ক গঠনের প্রকল্প বাস্তবায়নের যাত্রা শুরু হলো। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বাউনিয়া খাল খননের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তিন উপদেষ্টা, যারা জানান যে অন্তর্বর্তী সরকার সব সমস্যা সমাধান করতে না পারলেও প্রয়োজনীয় পরিকল্পনা করে দেবে। তারা আরও জানান, ঢাকার জন্য ‘ঢাকা নর্থ মডেল’ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা একটি রোল মডেল হিসেবে কাজ করবে।


রাজধানীতে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকে গেছে, কারণ খালগুলো বেদখল ও আবর্জনায় ভরে গিয়েছে। অনিয়ম ও দুর্নীতির কারণে দীর্ঘ দশক ধরে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।


বিশেষজ্ঞরা মনে করেন, খালগুলো পুনরুদ্ধার করে নৌযান চলাচলের ব্যবস্থা করা হলে যানজট কমবে। হাতিরঝিলে নৌপরিবহন জনপ্রিয় হয়েছে এবং তা অনেক মানুষের জন্য সুবিধা এনেছে।


অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকার খালগুলো পুনরুদ্ধার এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। এবার সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হলো বাউনিয়া খাল খননের মাধ্যমে।


উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিন উপদেষ্টা উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "এই কাজ কোনো প্রকল্পের অধীনে নয়, বরং কর্মসূচির মাধ্যমে শুরু হচ্ছে। প্রথমে খনন কাজ শুরু হবে, এরপর খালগুলো পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধারের সময় নানা বাধা আসবে, তবে সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবিলা করতে হবে।"


তিনি আরও জানান, সামনের বর্ষার আগেই ঢাকার ছয়টি খালের খনন কাজ শুরু করা হবে। অতীতে সমন্বয়ের অভাব ছিল, তবে এবার বিভিন্ন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে, যা প্রকল্পটির সফল বাস্তবায়ন নিশ্চিত করবে।


স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়, তবে আমরা প্রয়োজনীয় পরিকল্পনা দিয়ে যাচ্ছি। 'ঢাকা নর্থ মডেল' পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যা রাজধানীর উন্নয়নে একটি রোল মডেল হবে।"


thebgbd.com/NA