ঢাকা | বঙ্গাব্দ

ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা

চলতি ফেব্রুয়ারির মধ্যেই তাদের নতুন রাজনৈতিক দল গঠন করা হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ ফেব্রুয়ারি, ২০২৫
ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ছবি : সংগৃহীত।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারির মধ্যেই তাদের নতুন রাজনৈতিক দল গঠন করা হবে। তিনি বলেন, "দল গঠনের লক্ষ্যে আমাদের কাজ এগিয়ে চলছে এবং ছাত্র-জনতার সঙ্গে নিয়মিত আলোচনাও চলছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।"


আজ রোববার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে, সকালে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।


আব্দুল্লাহ আল আমিন জানান, তারা আটটি বিষয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। তিনি বলেন, "নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, চাঁদাবাজি ও ছিনতাই বেড়েছে, যানজট নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে—এসব বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। পাশাপাশি শহীদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে, যা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি।"


তিনি আরও বলেন, "নারায়ণগঞ্জ আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল, তাই শহীদদের স্মরণে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ছাত্র-জনতার ওপর গুলি চালানো সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, তাদের আত্মা শান্তি পাবে না যদি ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের উপযুক্ত শাস্তি না হয়।"


এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার ও রাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।


thebgbd.com/NA