চলতি বিপিএলে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে আসছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না দেওয়া, স্থানীয়দের হোটেল ছাড়তে বলা—নানা কারণে সমালোচনার মুখে থাকা এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এবার আরও বিস্ফোরক তথ্য উঠে এসেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিপিএল থেকে ছিটকে গেলেও এখনো হোটেল ছাড়েননি রাজশাহীর পাঁচ বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। কারণ, তারা এখনো বকেয়া টাকা পাননি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা দেশে ফেরার টিকিটও পাননি। জানা গেছে, মাত্র এক-দুজন ক্রিকেটার চুক্তির ২৫ শতাংশ পরিশোধ পেয়েছেন, বাকিদের কেউ এখনো কোনো অর্থ পাননি।
রাজশাহীর কোচ হিসেবে বিপিএলে এসেছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এজাজ আহমেদ। সহকারী কোচ হিসেবে তিনি সঙ্গে এনেছিলেন আরেকজনকে। তবে তারা দুজনও এখনো পারিশ্রমিক পাননি।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আজই সব বকেয়া পরিশোধ করা হবে। এর আগেও টাকা না পাওয়ায় রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার একটি ম্যাচে মাঠে নামেননি, যা বিপিএলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বিসিবির অনুরোধে তারা পরের ম্যাচে খেলতে রাজি হন। এর আগে চট্টগ্রামে পুরো দল অনুশীলনও বয়কট করেছিল।
thebgbd.com/NA