ব্যঙ্গাত্মক সাপ্তাহিক শার্লি এবদোর প্রাক্তন কার্টুনিস্ট লুজের লেখা গ্রাফিক বই আন্তর্জাতিক কমিক্স উৎসবে সেরা কমিক্স বইয়ের পুরস্কার পেয়েছে, খবর এএফপি’র। কার্টুনিস্ট লুজ ২০১৫ সালের ভয়ংকর শার্লি এবদো হামলা থেকে প্রাণে বেঁচে যান। সেই দিন লুজ দেরিতে অফিসে পৌছান। দক্ষিণ ফ্রান্সের অ্যাঙ্গুলেম-এ গত শনিবার এই কমিক্স উৎসব অনুষ্ঠিত হয়।
‘দু’জন নগ্ন মেয়ে’ টাইটেলের লুজের কমিক বইটি জার্মান চিত্রশিল্পী অটো মুলারের ১৯১৯ সালের ‘দু’জন নগ্ন মেয়ে’ ছবির পটভূমি নিয়ে লেখা। অটো মুলারের ঐ চিত্রকর্মটি জার্মান নাৎসি বাহিনী একজন ইহুদীর কাছ থেকে লুট করে। অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ছবিটি সেই ইহুদির পরবর্তী প্রজন্মের কাছে ফেরত দেওয়া হয়। পুরস্কার গ্রহনকালে লুজ বলেছেন, দশ বৎসার আগে, শার্লি এবদো হামলার পর কমিক্স বইয়ের লেখক হতে চেয়েছি।
সূত্র: এএফপি
এসজেড