ঢাকা | বঙ্গাব্দ

এখনই ব্যারিকেডের ঘোষণা

তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা আজই ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ ফেব্রুয়ারি, ২০২৫
এখনই ব্যারিকেডের ঘোষণা ছবি : সংগৃহীত।

শিক্ষা উপদেষ্টার মন্তব্য প্রত্যাখ্যান করে সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা আজই ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।  


রোববার (২ ফেব্রুয়ারি) তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা আসে। সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয়েছে— ‘এখনই ব্যারিকেড দিতে হবে, সবাই তাহবান্দে আসুন’, ‘দাবি আদায়ের একমাত্র পথ, রাজপথেই সমাধান’, ‘সবাই আমতলীতে জড়ো হন, সড়ক ও রেলপথ অবরুদ্ধ হবে’, ‘আগামীকাল নয়, ব্যারিকেড হবে আজই। দেরি না করে দ্রুত চলে আসুন’।  


শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলনকারী শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, সরকারের অযত্ন-অবহেলা আমাদের রাজপথে নামতে বাধ্য করছে। আমাদের আন্দোলনের কারণে জনগণের যে ভোগান্তি তৈরি হচ্ছে, তার দায় প্রশাসনকেই নিতে হবে।  


এর আগে, দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পষ্ট জানান, তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। তিনি বলেন, সাতটি কলেজকে একত্রিত করে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।  


এই ঘোষণার পরপরই তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আজই ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।


thebgbd.com/NA