কানাডা, মেক্সিকো ও চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক শুল্কনীতির সম্ভাব্য প্রভাব নিয়ে জাপান ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী কাতসুনোবু কাতো। টোকিও থেকে এএফপি জানায়, রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে জাপানের অর্থমন্ত্রী বলেন, ‘এসব শুল্ক বৈশ্বিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
ট্রাম্প মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কর হবে বলে ঘোষণা দিয়েছেন। বিভিন্ন মাত্রার শুল্কের সম্মুখীন হওয়া চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক বসবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত জ্বালানি, অটোমোবাইল ও খাদ্যসহ বিভিন্ন সরবরাহ শৃঙ্খলে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফুজি টিভির এক অনুষ্ঠানে কাতো আরও বলেন, ট্রাম্পের শুল্কনীতির ফলে বৈদেশিক মুদ্রাবাজার কীভাবে প্রভাবিত হতে পারে, তা ‘সতর্কভাবে ঠিক’ করা দরকার। তিনি বলেন, ‘জাপানের এসব নীতির প্রভাব বিশদভাবে পর্যবেক্ষণ করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।’
সূত্র: এএফপি
এসজেড