মহাখালী রেলগেট এলাকায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। এছাড়া মহাখালীর আমতলী মোড়ে দাঁড় করিয়ে রাখা জলকামানটিও সামনে এনে রাখা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধের মুখে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। অবরোধের মুখে নোয়াখালী অভিমুখের উপকূল এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফেরত গেছে।
এসময় দেখা যায়, রেল লাইনের উপর বসে আছেন ২০-৩০ জন শিক্ষার্থী। কেউবা হুইলচেয়ারে। এর পাশে দাঁড়িয়ে আছেন আরও শতাধিক শিক্ষার্থী। আর শিক্ষার্থীদের চারপাশ ঘিরে পুলিশ, ডিবি, বিজিবি এবং এবিবিএন সদস্যরা অবস্থান নিয়েছেন। এর পেছনে দাঁড় করিয়ে রাখা হয়েছে জল কামান।
এর আগে বিকেলে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের মুখে নোয়াখালীর উদ্দেশে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস উল্টোপথে ফিরে যায়।
thebgbd.com/NA