ঢাকা | বঙ্গাব্দ

আমার পরিবারকে টার্গেট করেছে আ. লীগের ট্রল বাহিনী : প্রেস সচিব

  • নিজস্ব প্রতিবেদক | ০৪ ফেব্রুয়ারি, ২০২৫
আমার পরিবারকে টার্গেট করেছে আ. লীগের ট্রল বাহিনী : প্রেস সচিব সংগৃহীত

আজ মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি ) সকালে ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ভিডিও শেয়ার করেছেন। এর শিরোনাম,“ আওয়ামী ট্রল ব্রিগেডের টার্গেটে প্রেস সচিবের পরিবার ”। এই ভিডিওতে দেখা যায় প্রেস সচিব শফিকুল আলম বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।  রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।


ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।


তিনি বলেন, আওয়ামী লীগের ট্রল বাহিনী খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে টার্গেট করেছে। আমরা জানি তাদের ক্যারেকটার কীরকম। সবচেয়ে আনফরচুনেট যারা করছে তাদের সাথে উনাদের ফরমার প্রাইম মিনিস্টার মিটিং ও করেছেন। উনার রুচিটা কোথায়, দেখেন ? আর এটিম এগুলো করছে। কারো মেয়ের ছবির  মুখটা ফেলে পর্ণগ্রাফির কারো মুখ জুড়ে দিচ্ছে। কী ভয়ংকর ! এদের সাথে বুচার অব বেঙ্গল মিটিং করছেন। হুমকিটা কোথায় দেখেন? আবার আমাদের রুচি শেখান অনেকে। 


উল্লেখ্য, এবারের বইমেলায় শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনে ময়লা ফেলার ছবি ফেসবুকে পোস্ট করার পর থেকে আওয়ামী লীগের ট্রল বাহিনীর টার্গেটে পরিণত হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


thebgbd.com/NIT