চীনের কারাগারে আটক ভিন্নমতালম্বী চীনা বংশদ্ভুত অস্ট্রেলিয় লেখক ইয়াং জুনের স্বাস্থ্য নিয়ে বুধবার উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া, খবর এএফপি’র। গোয়েন্দাবৃত্তির অভিযোগে ইয়াং জুন ২০১৯ সাল থেকে চীনের কারাগারে আছেন।
গুপ্তচরবৃত্তির অভিযোগে বেইজিং-এর একটি আদালত এক বছরে আগে ইয়াংকে স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দেয়। যা নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। অবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকরকে জরুরি বলে মনে না করে, দণ্ড ঘোষণার দুই বছর পর অব্যাহতি দেওয়াকে স্থগিত মৃত্যুদণ্ড বলা হয়। চীনে এই ধরনের দণ্ড বেশ সাভাবিক।
অস্ট্রেলীয় পররাষ্ট মন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেছেন, তারা ডক্টর ইয়াং জনের স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন। কারাগানে জুনের সব মৌলিক চাহিদা যাতে পূরণ হয় এবং তিনি যাতে যথাযথ চিকিৎসা সেবা পান তার জন্য চাপ অব্যাহত রাখা হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড