ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় শেখ বাড়িও ভাঙচুর

খুলনায় বিক্ষুব্ধ ছাত্র ও সাধারণ জনগণ শেখ হেলালের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
খুলনায় শেখ বাড়িও ভাঙচুর সংগৃহীত

খুলনায় বিক্ষুব্ধ ছাত্র ও সাধারণ জনগণ শেখ হেলালের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার কিছু পরে মহানগরীর শেরেবাংলা রোডে অবস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়িতে এই ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভকারীরা দুটি বুলডোজার নিয়ে বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়। এ সময় তারা স্লোগান দেয়, “শেখ বাড়ির আস্তানা, গুঁড়িয়ে দাও”, “স্বৈরাচারের ঘাঁটি, পুড়িয়ে দাও” ইত্যাদি।


এর আগে, ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা চালানো হয়। ব্যাপক ভাঙচুরের পর ভবনটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।


এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে, “জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আওয়ামী লীগের কবর দে”, “মুজিববাদ মুর্দাবাদ” ইত্যাদি।


পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা শেখ হেলালের বাড়িতে প্রবেশ করে। একযোগে স্লোগান তুলে তারা বাড়িটির বিভিন্ন অংশ ভাঙচুর করে এবং প্রবেশপথে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ধ্বংস করে।


thebgbd.com/NIT