ঢাকা | বঙ্গাব্দ

জুলাই সনদের ভিত্তিতেই নির্ধারিত হবে জাতীয় নির্বাচনের সময়

  • নিজস্ব প্রতিবেদক | ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
জুলাই সনদের ভিত্তিতেই নির্ধারিত হবে জাতীয় নির্বাচনের সময় সংগৃহীত

ছয় সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে চূড়ান্ত যে ‘জুলাই সনদ’ গঠিত হবে, তার বাস্তবায়নের ওপর নির্ভর করবে আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব।


সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সরকার কি সংস্কারগুলো বাস্তবায়নের আগেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে, নাকি পুরো বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দেবে। জবাবে শফিকুল আলম জানান, জাতীয় ঐকমত্য তৈরির জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই কমিশনের প্রধান হলেন প্রধান উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ এবং বাকি পাঁচটি সংস্কার কমিশনের প্রধান এর সদস্য।


এই কমিশন ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে। এসব আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে কোন সংস্কার দ্রুত বাস্তবায়ন করা হবে, কোনটি দীর্ঘমেয়াদী এবং কোনটির জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে।


সংলাপ শেষে যে বিষয়ে ঐকমত্য হবে, তাতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাই স্বাক্ষর করবে এবং সেটাই ‘জুলাই সনদ’ হিসেবে চূড়ান্ত হবে। এই সনদের বাস্তবায়নের ভিত্তিতেই নির্ধারিত হবে জাতীয় নির্বাচনের সময়। শফিকুল আলম বলেন, "এই সরকার কিছু সংস্কার বাস্তবায়ন করবে, পরবর্তী সরকারগুলোও তা চালিয়ে নেবে। আর এই বাস্তবায়নের গতির ওপর নির্ভর করবে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে, নাকি আগামী বছরের জুন পর্যন্ত গড়াবে।"


thebgbd.com/NIT