ধানমন্ডি ৩২-নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার ঘটনায় ভারতের হস্তক্ষেপ রয়েছে কি-না, সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "গণতন্ত্র ধ্বংসের জন্য এ ধরনের হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি-না, তা খতিয়ে দেখা জরুরি।"
তিনি আরও বলেন, পরিপূর্ণ তথ্য হাতে পাওয়ার পর বিএনপি এ ঘটনায় দলীয় অবস্থান স্পষ্ট করবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাফিজ উদ্দিন বলেন, গণতন্ত্রবিরোধী নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়া উচিত।
এ বিষয়ে সরকার বা ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
thebgbd.com/NIT