চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ফাইনাল ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে থাকলেও টিকিটপ্রত্যাশীদের জন্য হতাশার খবরই দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ফাইনালের টিকিটের চাহিদা এত বেশি যে সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
দর্শকদের সতর্ক করে বোর্ড জানিয়েছে, ফাইনালের জন্য কোনো টিকিট অবিক্রীত নেই। তাই জাতীয় সুইমিং কমপ্লেক্স সংলগ্ন টিকিট বুথ কিংবা স্টেডিয়ামের আশপাশে টিকিট খোঁজার কোনো প্রয়োজন নেই।"
thebgbd.com/AR