কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানকে ১২,২৭৪টি ইয়াবা বড়িসহ আটক করেছে কোস্টগার্ড। তিনি একইসঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদেও রয়েছেন। আজ শনিবার ভোর চারটার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
মুজিবুর রহমান সেন্ট মার্টিন দ্বীপের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ার বাসিন্দা। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, মুজিবুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনি ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা তাঁকে আটক করেন। পরে বাড়ি তল্লাশি করে একটি বস্তার ভেতরে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, ‘আসামিকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বেলা সোয়া ১১টার দিকে জানান, ‘ইয়াবাসহ এক ইউপি চেয়ারম্যান আটকের খবর শুনেছি। তবে এখনো তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’
thebgbd.com/NIT