ঢাকা | বঙ্গাব্দ

পুলিশের ৪ শীর্ষ কর্মকর্তা আটক

রাজশাহী, রংপুর ও নীলফামারীসহ বিভিন্ন স্থান থেকে একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপারকে আটক করেছে পুলিশ।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ ফেব্রুয়ারি, ২০২৫
পুলিশের ৪ শীর্ষ কর্মকর্তা আটক ছবি : সংগৃহীত।

রাজশাহী, রংপুর ও নীলফামারীসহ বিভিন্ন স্থান থেকে একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপারকে আটক করেছে পুলিশ। তাদের ঢাকার মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।


শনিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।


সূত্র জানায়, নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে এবং পরে তাকে ঢাকায় নিয়ে আসে।


এদিকে, রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে রাজশাহী জেলা পুলিশের সহযোগিতায় আটক করা হয় এবং তাকে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হচ্ছে।


রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করেছে।


পুলিশ সূত্র জানিয়েছে, আটক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ডিসি, সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


২৭তম ব্যাচের পুলিশ সুপার আবুল হাসনাত বাগেরহাটের এসপি থাকাকালীন ২০২৪ সালের নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে কঠোর ভূমিকা নিয়ে সমালোচিত হন।


পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে দায়িত্ব পালনের সময় একই ধরনের অভিযোগের মুখে পড়েন। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের এসপি থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর অভিযোগও ওঠে।


গ্রেপ্তার পুলিশ সুপার আসাদুজ্জামান ২৫তম বিসিএস ক্যাডার হিসেবে নোয়াখালীর এসপি ছিলেন। নির্বাচন ও ছাত্র আন্দোলনের সময় কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে সমালোচনার শিকার হন।


জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয় এবং বিভিন্ন পুলিশ ইউনিটে সংযুক্ত রাখা হয়েছিল।


thebgbd.com/NA