আদালতের আদেশের পরও ওয়ার্কশপের কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈম হাসান নাহিদকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় কারখানার মালিক হাজী ইয়াকুবকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২১ এপ্রিল তাকে হাজির করতে কিশোরগঞ্জের এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।
শিশুর পক্ষের আইনজীবী জানান, ২০২০ সালে ভৈরবে ডকইয়ার্ডে কাজ করার সময় হাত কাটা পড়ে চতুর্থ শ্রেণির ছাত্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শিশু নাঈম হাসান নাহিদের। ওই ঘটনায় কোনো সাহায্য না পেয়ে ক্ষতিপূরণ চেয়ে রিট করা হলে রিট নিষ্পত্তি করে ২০২৪ সালের ৩১ জানুয়ারি স্কুলছাত্র নাঈম হাসান নাহিদের পড়ালেখা বাবদ এইচএসসি পর্যন্ত প্রতি মাসে ৭ হাজার করে টাকা তার স্কুল অ্যাকাউন্টে জমা দিতে এবং দুই কিস্তিতে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে ক্ষতিপূরণ দেওয়ার আদেশসহ রায় দেন হাইকোর্ট।
আপিল বিভাগেও সে রায় বহাল থাকে। তবে রায় অনুযায়ী ক্ষতিপূরণ না দিয়ে উল্টো নানা টালবাহানা করেন ওই ওয়ার্কশপের মালিক। পরে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে নাহিদের পরিবার। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ডকইয়ার্ড মালিককে আদালতে তলব করলেন।
thebgbd.com/AR