অ্যারিজোনার একটি বিমানবন্দরে অবতরণের পর একটি বাণিজ্যিক বিমান অন্য আর একটি বিমানের সঙ্গে সংঘর্ষে সোমবার কমপক্ষে একজনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বশেষ ভয়াবহ বিমান দুর্ঘটনা।
লস অ্যাঞ্জেলস থেকে এএফপি জানায়, অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে বিমানটির ভেতরে একজন যাত্রী আটকা পড়েন এবং আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি জেট বিমান সেখানে দাঁড়িয়ে থাকা জরুরি যানবাহনসহ অপর একটি বড় বিমানের পিছনে ধাক্কা দেয়।
ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ)-এর একজন মুখপাত্র বলেন, ‘অ্যারিজোনার স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের পর একটি লিয়ারজেট ৩৫-এ উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং গালফস্ট্রিম ২০০ ব্যবসায়িক জেটকে ধাক্কা দেয়। আমরা জানি না কতজন আরোহী ছিলেন। এফএএ বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’
স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ডেভ ফোলিও এক সংবাদ সম্মেলনে বলেন, আহতদের উদ্ধার করার জন্য ইউনিটগুলো দ্রুত রানওয়েতে ছুটে যায়। তিনি বলেন, ‘একজন হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে মারা গেছে, দুজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। অপর একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে।’
মার্কিন যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দেওয়া বিমান দুর্ঘটনার ধারাবাহিকতায় এটি সর্বশেষ। ৩০ জানুয়ারি, ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমান ও সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে আকাশে সংঘর্ষে মোট ৬৭ জন আরোহী মারা যায়। এই দুর্ঘটনার পরপরই ফিলাডেলফিয়ার এক ব্যস্ত এলাকায় একটি মেডিকেল বিমান বিধ্বস্তে সাতজন নিহত ও ১৯ জন আহত হয়। গত সপ্তাহে ১০ জন আরোহী নিয়ে একটি ছোট বিমান আলাস্কার দুটি প্রত্যন্ত জনবসতির মধ্যে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। তাদের কেউ বেঁচে নেই।
সূত্র: এএফপি
এসজেড