জুলাই গণহত্যায় বাহিনীর ভেতর থেকে যারা এতে জড়িত ছিল, তাদের বিচার ট্রাইব্যুনালেই হবে, তবে চাকরিচ্যুতির বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট ও আয়নাঘর পরিদর্শন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাহিনীর কিছু সদস্য মামলার বাদী ও সাক্ষীদের নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে, যা বিচার প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক।
তিনি আরও জানান, জাতিসংঘের তদন্ত রিপোর্টকে গণহত্যার অকাট্য প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হবে। রিপোর্টে উল্লেখিত পাঁচটি সংস্কার বিষয়ের বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান তিনি।
ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার এখতিয়ার বিচারকদের একান্ত বিষয় উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, আয়নাঘরে বন্দিদের ওপর চালানো নিষ্ঠুর নির্যাতনের উপযুক্ত বিচার হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।
thebgbd.com/NA