উত্তর আফগানিস্তানের কুন্দুজে একটি ব্যাংকের সামনে মঙ্গলবারের (১১ ফেব্রুয়ারি) আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ আইএস, খবর এএফপি’র। হামলায় বুধবার পর্যন্ত ৮ জন নিহত হওয়ার কথা তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় স্বীকার করেছে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলছে, ঐ হামলায় ১০ জন নিহত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) আইএস বলেছে, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল সরকারি ব্যাংকটির সামনে বেতন নিতে জড়ো হওয়া তালেবান মিলিশিয়ারা। ২০২১ সালে তালেবানরা পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহন করলে সেখানে সংঘাত কমে আসে। কিন্ত আইএস চরম দক্ষিণপন্থী তালেবান সরকারকে চ্যালেঞ্জ করে আফগানিস্তানে প্রায়ই বন্দুক ও বোমা হামলা চালায়।
২০২৪ সালে দক্ষিণের নগরী কান্দাহারে বোমা হামলার দায়ও স্বীকার করে আইএস। যে হামলাটিও ছিল একটি ব্যাংকের বাইরে। ডিসেম্বরে রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের উদ্বাস্তু বিষয়ক মন্ত্রী খলিল-উর-রহমান হাক্কানি নিহত হয়। যার দায়ও স্বীকার করে ইসলামিক স্টেট, আফগানিস্তান।
সূত্র: এএফপি
এসজেড