ইসলামে প্রতিবেশীর প্রতি সদাচরণ ও তাদের হক আদায়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআন ও হাদিসে প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
প্রথমত, আল্লাহ তায়ালা কুরআনে বলেন, "আর আল্লাহর ইবাদত করো এবং তাঁর সঙ্গে কোনো কিছুকে অংশীদার করো না। পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করো, আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত, আত্মীয় প্রতিবেশী, অপরিচিত প্রতিবেশী, সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধীনস্থ দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মম্ভরীকে পছন্দ করেন না।" (সুরা নিসা: ৩৬)
এই আয়াত থেকে বোঝা যায়, প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে।" (সহিহ বুখারি, হাদিস: ৬০১৯)
প্রতিবেশীর হকসমূহ:
১. তাদের সঙ্গে সদাচরণ করা – কথাবার্তায় নম্রতা, হাসিমুখে কথা বলা এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করা উচিত।
দুঃসময়ে সহায়তা করা – প্রতিবেশী যদি বিপদে পড়ে, তবে তার পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা। খাদ্য, চিকিৎসা বা আর্থিক সহযোগিতা প্রয়োজন হলে সাহায্য করা উচিত।
কষ্ট না দেওয়া – প্রতিবেশীকে শব্দদূষণ, ঝগড়া বা কোনো আচরণের মাধ্যমে কষ্ট দেওয়া হারাম। হাদিসে এসেছে, "সে ব্যক্তি প্রকৃত মু’মিন নয়, যে নিজ প্রতিবেশীকে কষ্ট দেয়।" (সহিহ বুখারি, হাদিস: ৬০১৬)
অপরাধ ও অন্যায় থেকে বিরত রাখা – প্রতিবেশী যদি কোনো অন্যায় বা বিপথগামী কাজে লিপ্ত হয়, তবে তাকে সুন্দর ও নম্রভাবে উপদেশ দেওয়া উচিত।
উপহার দেওয়া ও সৌহার্দ্য বজায় রাখা – নবী করিম (সা.) বলেছেন, "তোমরা একে অপরকে উপহার দাও, এতে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হয়।" (তিরমিজি, হাদিস: ২০৩৪)
গোপনীয়তা রক্ষা করা – প্রতিবেশীর ব্যক্তিগত বিষয় নিয়ে গুজব বা পরচর্চা করা হারাম।
নিরাপত্তা ও সম্মান রক্ষা করা – প্রতিবেশীর জান-মাল, সম্মান ও পরিবারের নিরাপত্তার ব্যাপারে যত্নবান হওয়া উচিত।
অসুস্থ হলে খোঁজখবর নেওয়া – হাদিসে এসেছে, "যখন কোনো প্রতিবেশী অসুস্থ হয়, তখন তার খবর নেওয়া ও তাকে সাহায্য করা মু’মিনের কর্তব্য।"
প্রতিবেশীর হকের গুরুত্ব: জিবরাইল (আ.) বারবার প্রতিবেশীর অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন, এমনকি রাসুলুল্লাহ (সা.) মনে করেছিলেন যে, প্রতিবেশীকেও উত্তরাধিকারভুক্ত করা হবে (সহিহ বুখারি, হাদিস: ৬০১৪)।
সুতরাং, প্রতিবেশীর হক আদায় করা শুধু সামাজিক নয়, বরং ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। যারা প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে, তারা দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত হবে, আর যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, তারা আল্লাহর শাস্তির মুখোমুখি হতে পারে।
thebgbd.com/NIT