ঢাকা | বঙ্গাব্দ

৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল

রাতে কড়া সেনা পাহাড়ায় ৬২০ ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেওয়া হয়।
  • অনলাইন ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল ফাইল ছবি

নানান টালবাহানা ও নাটকীয়তার পর অবশেষে মুক্তি পেলেন ছয় শতাধিক ফিলিস্তিনি। চুক্তি অনুযায়ী, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ওফার কারাগার থেকে তাদের মুক্তি দেয় ইসরায়েল।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।


খবরে বলা হয়েছে, রাতে কড়া সেনা পাহাড়ায় ৬২০ ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেওয়া হয়। একইদিন রেড ক্রসের কাছে চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মরদেহ গ্রহণের কথা নিশ্চিত করেছে ইসরায়েল। মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে বলে আইডিএফ জানিয়েছে।


এর আগে হামাস জিম্মিদের ওপর ‘নিষ্ঠুর আচরণ’ করেছে এমন অভিযোগে গত ২২ ফেব্রুয়ারি ফিলিস্তিনি বন্দিরদের মুক্তি স্থগিত করে ইসরায়েল। প্রতিক্রিয়ায় হামাস বলে, এটি চুক্তির গুরুতর লঙ্ঘন।


পরে মধ্যস্থতাকারী দেশগুলোর উদ্যোগে গাজা যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ অচলাবস্থা কেটেছে বলে জানায় ইসরাইল ও হামাস কর্মকর্তারা।


এদিকে শনিবার (১ মার্চ) শেষ হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সময়সীমা। পরবর্তী ধাপের আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন গণমাধ্যম বলছে, যুদ্ধবিরতির সময় বাড়াতে ও উপত্যকায় ত্রাণ পৌঁছানোর বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র।


thebgbd.com/NIT