ঢাকা | বঙ্গাব্দ

২৭ বছর কারাভোগের পর মুক্তি

৫৯ বছর বয়সী বোরহেস বৃহস্পতিবার বলেন, নিজের কর্মকাণ্ড নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
  • | ২৬ এপ্রিল, ২০২৫
২৭ বছর কারাভোগের পর মুক্তি আর্নেস্তো বোর্হেস

যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির চেষ্টা করার দায়ে ২৭ বছর কারাভোগ শেষে কিউবার এক সাবেক কাউন্টার-ইন্টেলিজেন্স কর্মকর্তা বৃহস্পতিবার হাভানায় মুক্তি পেয়েছেন বলে এএফপিকে জানিয়েছেন তিনি। ‘অত্যন্ত উচ্ছ্বসিত, খুশি ও সুস্থ বোধ করছি, যদিও দুই চোখেই ছানির অপারেশন দরকার,’ ভিডিও কলের মাধ্যমে বলেন আর্নেস্তো বোর্হেস। তিনি আরও জানান, তিনি ‘যত দ্রুত সম্ভব’ কিউবা ছাড়তে এবং যুক্তরাষ্ট্রে চলে যেতে চান।


হাভানা থেকে এএফপি জানায়, ১৯৯৯ সালে হাভানায় মার্কিন কূটনীতিকদের কাছে গোপন নথি হস্তান্তরের চেষ্টা করার সময় ধরা পড়ার পর সামরিক আদালত তাকে ৩০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। ৫৯ বছর বয়সী আর্নেস্তো বোর্হেস বৃহস্পতিবার বলেন, নিজের কর্মকাণ্ড নিয়ে তার কোনো অনুশোচনা নেই।


‘তখন মনে হয়েছে, এটিই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত, এবং আবারও একই কাজ করতাম,' বলেন তিনি। তিনি দাবি করেন, সেই সময়ে তার হাতে ‘অসংখ্য’ রাষ্ট্রীয় গোপন তথ্য ছিল। তিনি জানান, কিউবার সবচেয়ে বড় কারাগার ‘কমবিনাদো দেল এস্তে’-তে ১১ বছর তাকে একাকী কারাবাসে রাখা হয়। নিজের শাস্তিকে বহুবার অতিরিক্ত কঠোর বলেও উল্লেখ করেন বোরহেস, যা তার ভাষায় এমনভাবে উপস্থাপিত হয়েছে ‘যেন অপরাধ তখনই সংঘটিত হয়েছে।’


সূত্র: এএফপি


এসজেড