ইসরায়েলের হান্না-কারকুর শহরের কাছে ৬৫ নম্বর হাইওয়েতে পর পর পথচারীদের ধাক্কা মেরেছে একটি গাড়ি! পুলিশের সন্দেহ, এটি একটি জঙ্গি হামলা হতে পারে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, গাড়ির ধাক্কায় অন্তত সাত পথচারী আহত হয়েছেন। আহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ওই হামলার সময়ে রাস্তায় দুই পুলিশ অফিসারের উপরেও হামলা চলে। ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়েছে। যদিও পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে হামলাকারীর। ইসরায়েল পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টকে জানান, ‘বাসস্ট্যান্ডের কাছে একটি গাড়ি বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা মারে। পরে একটি পুলিশের গাড়িতে গিয়ে ধাক্কা মারে।’
হামলাকারীকে ইতিমধ্যে শনাক্ত করেছে পুলিশ। সংবাদ সংস্থা এপি অনুসারে, পুলিশ জানিয়েছে হামলাকারী ৫৩ বছর বয়সি এক ফিলিস্তিনি। ওয়েস্ট ব্যাঙ্কের বাসিন্দা ওই ব্যক্তি এক ইসরায়েলি মহিলাকে বিয়ে করে হাইদা জেলার মালে আয়রন শহরের বাস করছিলেন। অতীতে তিনি কোনও অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন কি না, তা জানার চেষ্টা চলছে। তবে এখনও এমন কোনও তথ্য পুলিশের হাতে আসেনি।
ইসরায়েলের আপৎকালীন চিকিৎসা পরিষেবা দল ‘মাগেন ডেভিড অ্যাডম’-এর কর্মীরা ঘটানাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। স্থানীয় পুলিশ ঘটনার পরে একটি বিবৃতিও জারি করেছে।
সূত্র: এপি
এসজেড