ঢাকা | বঙ্গাব্দ

উন্মোচিত হলো স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর মাহে রমযানের ক্যালেন্ডার

জগন্নাথপুর উপজেলার জোবেদা মার্কেটে উন্মোচিত হলো স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের মাহে রমযান ক্যালেন্ডার।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
উন্মোচিত হলো স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর মাহে রমযানের ক্যালেন্ডার উন্মোচিত হচ্ছে মাহে রমযান ক্যালেন্ডার

প্রতি বছরের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন "স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর" এর পক্ষ থেকে পবিত্র মাহে রমযান-২০২৫ উপলক্ষে ইফতার এবং সেহরির সময়সূচি সম্মিলত ক্যালেন্ডার এ বছরও প্রকাশিত করা হয়েছে। 


উস্তাজুল ওলামা ওয়াল মুহাদ্দিসীন, হাজার হাজার আলেম গড়ার কারীগর হযরত মাওলানা আল্লামা ছমির উদ্দিন প্রিন্সিপাল হুজুরের হাত ধরে এবছরের রমযানের ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম শুরু হয়। হুজুর ধর্মপ্রাণ মুসল্লীদের কল্যাণে এমন মহতি কাজের প্রশংসা করেন। হুজুরের দোয়া এবং দিকনির্দেশনা মূলক বাণী স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর জন্য নিয়ামত স্বরূপ।  



উক্ত ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি জনাব মাছুম মিয়া, সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির, সহ-সভাপতি সুলেমান আহমেদ, সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল, সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ম- সম্পাদক কামরুল হাসান সাজু, সাংগঠনিক সম্পাদক জিকরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তাক হোসাইন নাছিফ, প্রচার সম্পাদক রুমন আহমেদ ভূইয়া, আবুল কালাম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কামরুল ইসলাম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাবাজ মিয়া সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কার্যনির্বাহি সদস্য আরিফুল ইসলাম তামিম, সাহেদ চৌধুরী, সাইদুর রহমান, আশিকুর রহমান, প্রমূখ। 


রমযানের ক্যালেন্ডারের জন্য অর্থায়ন করেছেন

জনাব সুলেমান আহমেদ, সহ-সভাপতি স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর।



সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, 

সৈয়দ সুহান আহমেদ (লন্ডন প্রবাসী)।



thebgbd.com/AR