মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ওভাল অফিসে ঘটে যাওয়া বাগবিতণ্ডার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
হোয়াইট হাউসে ওভাল অফিসে বৈঠকে মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর সেই বৈঠকেই উত্তপ্ত বাক্যবিনিময় হওয়ার পর সিএনএন-এ দেওয়া এক সাক্ষাতকারে রুবিও বলেন, জেলেনস্কির উচিত ‘এমন একটি বৈঠকের জন্য, যুক্তরাষ্ট্র, এর জনগণ, মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান এবং আমাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চাওয়া।’
সূত্র: এএফপি
এসজেড