ঢাকা | বঙ্গাব্দ

জেলেনস্কিকে ক্ষমা চাইতে বললেন রুবিও

রুবিও বলেন, জেলেনস্কির উচিত ‘যুক্তরাষ্ট্র, এর জনগণ, মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান এবং আমাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চাওয়া।’
  • অনলাইন ডেস্ক | ০১ মার্চ, ২০২৫
জেলেনস্কিকে ক্ষমা চাইতে বললেন রুবিও মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ওভাল অফিসে ঘটে যাওয়া বাগবিতণ্ডার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


হোয়াইট হাউসে ওভাল অফিসে বৈঠকে মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর সেই বৈঠকেই উত্তপ্ত বাক্যবিনিময় হওয়ার পর সিএনএন-এ দেওয়া এক সাক্ষাতকারে রুবিও বলেন, জেলেনস্কির উচিত ‘এমন একটি বৈঠকের জন্য, যুক্তরাষ্ট্র, এর জনগণ, মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান এবং আমাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চাওয়া।’


সূত্র: এএফপি


এসজেড