ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের জন্য আইএমএফ’র বড় ঋণ

এই কর্মসূচির আওতায় দেশটিকে মোট ১০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রদান করা হবে।
  • অনলাইন ডেস্ক | ০১ মার্চ, ২০২৫
ইউক্রেনের জন্য আইএমএফ’র বড় ঋণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

৪০০ মিলিয়ন ডলারের অত্যন্ত প্রয়োজনীয় তহবিলের একটি ঋণ কর্মসূচি পর্যালোচনার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউক্রেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


আইএমএফ জানিয়েছে, তাদের কর্মীরা সম্প্রতি ইউক্রেনে নয় দিনের সফর সম্পন্ন করেছেন এবং তারা গত চার বছরের ঋণ কর্মসূচির আওতায় প্রায় ১৫.৫ বিলিয়ন ডলারের যে সংস্কার করেছে তাতে আইএমএফ খুশি। আইএমএফ ইউক্রেন মিশনের প্রধান গ্যাভিন গ্রে এক বিবৃতিতে বলেছেন, ‘উচ্চ অনিশ্চয়তার সময়েও এই কর্মসূচি কর্তৃপক্ষের অর্থনৈতিক কর্মসূচির জন্য একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে চলেছে।’


তিনি আরো বলেন, কর্মসূচিতে কর্মক্ষমতা শক্তিশালী রয়ে গেছে এবং ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সমস্ত পরিমাণগত কর্মক্ষমতা মানদণ্ড পূরণ করা হয়েছে। এটি বিবেচনা করার জন্য আইএমএফের আগামী সপ্তাহে বোর্ডের বৈঠকে আলোচনা করা হবে। 


আইএমএফের মতে, বোর্ডের অনুমোদন, যা মূলত একটি আনুষ্ঠানিকতা, ইউক্রেনকে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০০ মিলিয়ন ডলার বিতরণের অনুমতি দেবে। যার ফলে এই কর্মসূচির আওতায় দেশটিকে মোট ১০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রদান করা হবে। 


গ্রে বলেন, তিন বছরের যুদ্ধের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ সত্ত্বেও ইউক্রেনের অর্থনীতি স্থিতিশীলতা অব্যাহত রেখেছে। তবে, তিনি সতর্ক করে বলেন, আইএমএফ আশা করছে যে এই বছর প্রবৃদ্ধি মাঝারি হবে। শ্রম সীমাবদ্ধতা, জ্বালানি অবকাঠামোর ক্ষতি এবং ইউক্রেনে স্থায়িত্বের প্রতিফলন। আইএমএফ ইউক্রেনের মুদ্রাস্ফীতির হার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে, যা মূলত খাদ্য ও শ্রমের ব্যয় বৃদ্ধির কারণে জানুয়ারি পর্যন্ত বছরে ১২.৯ শতাংশে পৌঁছেছে।


সূত্র: এএফপি


এসজেড