ঢাকা | বঙ্গাব্দ

পিরোজপুর থেকে নতুন দলের অনুষ্ঠানে আসা ৫ বাসের খরচ সরকার দেয়নি: প্রেস সচিব

তিনি স্পষ্ট করে বলেছেন, এতে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ মার্চ, ২০২৫
পিরোজপুর থেকে নতুন দলের অনুষ্ঠানে আসা ৫ বাসের খরচ সরকার দেয়নি: প্রেস সচিব সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর থেকে ঢাকায় নেতা-কর্মীদের আনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি বাস রিকুইজিশনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট করে বলেছেন, এতে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই।


শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, পিরোজপুর শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি, পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের অনুরোধে জেলা প্রশাসন এই সহায়তা দিয়েছে। তবে, জেলা প্রশাসন কোনো আর্থিক খরচ বহন করেনি।


তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা হচ্ছে, যেখানে বলা হচ্ছে, জেলা প্রশাসক কার্যালয় বাস রিকুইজিশনে সহায়তা করেছে এবং সরকার এতে ভূমিকা রেখেছে। তবে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, অন্তর্বর্তী সরকার এই প্রক্রিয়ায় কোনোভাবেই জড়িত নয়।


পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন সংগঠনের অনুরোধের কারণে প্রশাসন রিকুইজিশন প্রক্রিয়ায় সহায়তা করেছে, তবে বাসের জ্বালানি বা যাতায়াত ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হয়নি।


এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য উল্লেখ করে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির নির্বাচনী রোডম্যাপের দাবির বিষয়ে তিনি জানান, রোডম্যাপ ইতোমধ্যে দেওয়া হয়েছে, তবে সময়সূচি রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর নির্ভর করবে। যদি তারা শিগগির নির্বাচন চায়, ডিসেম্বরের মধ্যে তা অনুষ্ঠিত হবে, আর যদি আরও সংস্কার চায়, তবে তিন মাস পিছিয়ে যেতে পারে।


thebgbd.com/NIT