ঢাকা | বঙ্গাব্দ

এবার ফ্রি কিকে গোল নেইমারের, সান্তোসকে তুললেন সেমিফাইনালে

ক্যাম্পেনাতো পাওলিস্তায় আগুয়া সান্তার বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্ট করেন নেইমার।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ মার্চ, ২০২৫
এবার ফ্রি কিকে গোল নেইমারের, সান্তোসকে তুললেন সেমিফাইনালে সান্তোসে ফিরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন নেইমার।

আল হিলালে দেড় মৌসুমের হতাশাজনক অধ্যায় পেরিয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছেন নেইমার জুনিয়র। শুরুটা ছিল কিছুটা অনুজ্জ্বল—প্রথম তিন ম্যাচে গোলশূন্য ছিলেন, নজর কাড়ার মতো কিছুই করতে পারেননি। তাই সমালোচনাও কম হয়নি। তবে ব্রাজিলিয়ান সুপারস্টার জবাব দিতে সময় নেননি।


প্রত্যাবর্তনের চতুর্থ ম্যাচেই ক্যাম্পেনাতো পাওলিস্তায় আগুয়া সান্তার বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্ট করেন নেইমার। পেশাদার ক্যারিয়ারে ৫০২ দিন পর সেই গোলটি এলেও, সেটি ছিল পেনাল্টি থেকে। এরপর এক ম্যাচ বিরতির পর ইন্তের লিমেইরার বিপক্ষে সরাসরি কর্নার থেকে গোল করেন—একটি দুর্দান্ত অলিম্পিক গোল! সেই ম্যাচে আরও দুটি অ্যাসিস্টও যোগ করেন তিনি।


আজ সোমবার পাওলিস্তার কোয়ার্টার ফাইনালে রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষে আবারও গোলের দেখা পেলেন নেইমার। ২-০ ব্যবধানের জয়ে দলকে সেমিফাইনালে তুললেন এই ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের প্রথম গোলটি আসে তার দুর্দান্ত ফ্রি কিক থেকে। এরপর ম্যাচের ৫৬তম মিনিটে হোয়াও সিমিথ ব্যবধান দ্বিগুণ করেন, যেখানে নেইমারের নেওয়া কর্নারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


পেনাল্টি দিয়ে গোলের খাতা খোলার পর সরাসরি কর্নার থেকে গোল, এখন আবার ফ্রি-কিকে জালের সন্ধান—নেইমার যেন উড়ছেন! তার ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারও মিলেছে, প্রায় ১৭ মাস পর ব্রাজিল জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন।


ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচে অবশ্য নেইমারকে কঠোর টার্গেট বানায় প্রতিপক্ষের খেলোয়াড়রা। বারবার ফাউলের শিকার হন তিনি, যার খেসারত দিতে হয় ব্রাগান্তিনোকে।


ম্যাচের অষ্টম মিনিটে ডানপ্রান্ত থেকে ড্রিবল করে বক্সে ঢোকার চেষ্টায় ছিলেন নেইমার, কিন্তু ডিফেন্ডার পেদ্রো এনরিকের ফাউলে থামতে হয় তাকে। সেট পিস থেকে গোল করাটা সহজ ছিল না, কিন্তু নেইমারের জন্য যেন অসম্ভব বলে কিছু নেই। তার নেওয়া জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদল করে জালে জড়ায়।


সেই গোলেই প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সান্তোস। দ্বিতীয়ার্ধে, ৫৬ মিনিটে নেইমারের নেওয়া কর্নার ব্রাগান্তিনোর গোলকিপার ক্লেইটন শোয়েনবার ফিরিয়ে দেন, তবে ফিরতি বল পেয়ে সেটিকে গোলে পরিণত করেন হোয়াও সিমিথ। আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সান্তোস।


সান্তোসে ফিরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন নেইমার, যার মধ্যে ৪ ম্যাচেই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ! নেইমার যেন পুরনো ছন্দে ফিরছেন, উড়ছেন নতুন উদ্যমে!


thebgbd.com/NIT