ঢাকা | বঙ্গাব্দ

কমলার প্রচারণায় জেলেনস্কি!

জেলেনস্কি গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে যান। সে সময় প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী, ট্রাম্প এবং কমলা ব্যস্ত ছিলেন প্রচারে।
  • অনলাইন ডেস্ক | ০৩ মার্চ, ২০২৫
কমলার প্রচারণায় জেলেনস্কি! ভান্সের অভিযোগ, কমলাকে ভোট দিতে অনুরোধ করেন জেলেনস্কি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের সময় অভিনব অভিযোগ করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার দাবি, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ‘ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীর’ পক্ষে প্রচার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ওই নির্বাচনে রিপাপলিকান নেতা ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ছিলেন কমলা হ্যারিস। ভোটের সময় তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট পদে।


হোয়াইট হাউসের ওভাল অফিসের উত্তপ্ত বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্টের ওই দাবি এরইমধ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন উঠেছে, বক্তব্যের সত্যতা নিয়েও। তথ্য বলছে, জেলেনস্কি ২২ সেপ্টেম্বর পেনসিলভানিয়ায় ‘স্ক্র্যান্টন আর্মি অ্যাম্যুনিশন প্ল্যান্ট’ পরিদর্শন করতে যান। সঙ্গে ছিলেন পেনসিলভানিয়ার তৎকালীন গভর্নর ডেমোক্র্যাটিক পার্টির নেতা জোশ শাপিরো এবং ওই দলেরই সিনেটর বব ক্যাসি। ওই সরকারি কর্মসূচিতে ছিলেন রিপাবলিকান নেতা ম্যাট কার্টরাইটও।


রাশিয়ার সঙ্গে যুদ্ধে পেন্টাগনের সামরিক সহয়তা চাইতেই তখন যুক্তরাষ্ট্র সফরে যান জেলেনস্কি। কারখানা পরিদর্শনের সময়ও মার্কিন সমর্থনের গুরুত্বের কথা বলেন তিনি। তবে সরাসরি কোনও প্রার্থীর নাম করে সমর্থন বার্তা দেননি। সে সময় বাইডেন সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন কমলা। ওই সফর চলাকালীন ২৬ সেপ্টেম্বর ওয়াশিংটনে বাইডেন এবং কমলার সঙ্গে পৃথক ভাবে বৈঠকও করেন জেলেনস্কি। তার পরদিন ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।


বিবিসি প্রকাশিত এক খবরে প্রশ্ন তোলা হয়েছে ট্রাম্প নিজেই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। মার্কিন গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে প্রকাশিত হয় ওই খবর। একটি চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন ট্রাম্প-জেলেনস্কির টেলিফোন কথোপকথন প্রেসিডেন্ট নির্বাচনে আবার বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি করেছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় রুশ প্রেসিডেন্ট পুতিনের সাহায্য নেওয়ার অভিযোগ উঠে ট্রাম্পের বিরুদ্ধে। ফৌজদারি মামলার পাশাপাশি ট্রাম্পকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাবও আনা হয় সে সময়।


সূত্র: স্কাই নিউজ


এসজেড