ঢাকা | বঙ্গাব্দ

রিপাবলিকান সিনেটরকে ব্যঙ্গ!

মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও জেলেনস্কির প্রেসিডেন্ট পদে থেকে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন ট্রাম্পও।
  • অনলাইন ডেস্ক | ০৫ মার্চ, ২০২৫
রিপাবলিকান সিনেটরকে ব্যঙ্গ! ভলোদিমির জেলেনস্কি

পদত্যাগ করতে বলায় যুক্তরাষ্ট্রের একজন রিপাবলিকান সিনেটরের উপর চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে ব্যঙ্গ করে বলেন, ‘উনি আমাদের দেশের নাগরিক হয়ে যান। তাহলে ওনার কথার গুরুত্ব থাকবে।’ ওই সেনেটরকে ইউক্রেনের নাগরিকত্ব দিতেও তিনি রাজি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন জেলেনস্কি। 


শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ড জেডি ভান্সের সঙ্গে তুমুল তর্কের পর বেশ কয়েক বার যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গিয়েছে জেলেনস্কিকে। তবে ‘কৃতজ্ঞ’ জেলেনস্কি যে সহজে রণে ভঙ্গ দিচ্ছেন না, তার ইঙ্গিত মিলেছে এই ঘটনায়।


সাউথ ক্যারোলিনার সিনেটর রিপাবলিকান দলের নেতা লিন্ডসে গ্রাহাম জেলেনস্কির উদ্দেশ্যে বলেন, ‘ তার পদত্যাগ করা প্রয়োজন অথবা এমন কাউকে দায়িত্বে প্রয়োজন, যার সঙ্গে আমরা (যুক্তরাষ্ট্র) বাণিজ্য চালাতে পারি।’ তারপরই সিনেটরকে আক্রমণ করে জেলেনস্কি বলেন, ‘তাকে ইউক্রেনের নাগরিকত্ব দেব। দেশের প্রেসিডেন্ট কে হবেন, সেই বিষয়ে আমরা ইউক্রেনের কোনও নাগরিকের মতামত অবশ্যই শুনব।’


জেলেনস্কির এই ব্যঙ্গের জবাব দিতে দেরি করেননি লিন্ডসেও। ইউক্রেনে যুদ্ধকালীন পরিস্থিতিতে দীর্ঘ দিন সাধারণ নির্বাচন হয়নি। সে দিকে ইঙ্গিত করে মার্কিন সিনেটর বলেন, ‘দুর্ভাগ্যজনক, যতদিন না নির্বাচন হচ্ছে, ততদিন ইউক্রেনে কারও কথা বলার অধিকার নেই।’


মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও জেলেনস্কির প্রেসিডেন্ট পদে থেকে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন ট্রাম্পও। জেলেনস্কিকে ‘অনির্বাচিত একনায়ক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সিনেটর লিন্ডসে গ্রাহাম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রুশ অভিযানের বিরোধিতাও করেছেন। কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে মিল রেখেই রিপাবলিকান এই সিনেটর জেলেনস্কির সমালোচক হয়ে উঠেছেন।


ট্রাম্পের সঙ্গে খাস হোয়াইট হাউসে তর্কে জড়িয়ে জেলেনস্কি পরে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করে যুদ্ধে মার্কিন গুরুত্বের কথা তুলে ধরেছেন। আবার এ-ও জানিয়েছেন যে, তিনি যা করেছেন (তর্ক), তার ‘প্রয়োজনীয়তা’ ছিল। সব মিলিয়ে নরম-গরম নীতি নিয়েই যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে চাইছেন জেলেনস্কি।


সূত্র: রয়টার্স


এসজেড