ঢাকা | বঙ্গাব্দ

চীনের প্রতিরক্ষা ব্যয় ৭.২ শতাংশ বৃদ্ধি

অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েক দশকে চীনের সামরিক বাজেট বৃদ্ধি পেয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৫ মার্চ, ২০২৫
চীনের প্রতিরক্ষা ব্যয় ৭.২ শতাংশ বৃদ্ধি শি জিনপিং

চলতি ২০২৫ সালে চীনের প্রতিরক্ষা ব্যয় ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানা গেছে। চীনের একটি সরকারি নথির উদ্ধৃতি দিয়ে বুধবার এএফপি এ তথ্য জানায়। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


বেইজিংয়ের সামরিক ক্ষমতা আরো বৃদ্ধি, দ্রুত আধুনিকীকরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা আরও গভীর হওয়ায় এ খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেটের অধিকারী। কিন্তু তার প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।


একটি সরকারি প্রতিবেদন অনুসারে জানা গেছে, বেইজিং চলতি বছর প্রতিরক্ষা খাতে ১ দশমিক ৭৮ ট্রিলিয়ন ইউয়ান (২৪৫.৭ বিলিয়ন ডলার) ব্যয় করবে। যা ওয়াশিংটনের বাজেটের এক তৃতীয়াংশেরও কম। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েক দশকে চীনের সামরিক বাজেট বৃদ্ধি পেয়েছে।


সূত্র: এএফপি, শিনহুয়া


এসজেড