ঢাকা | বঙ্গাব্দ

শবে কদরের প্রস্তুতি: করণীয় ও আমল

এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম (সূরা আল-কদর, আয়াত ৩)। তাই এ রাতে বেশি বেশি ইবাদত করা উচিত।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মার্চ, ২০২৫
শবে কদরের প্রস্তুতি: করণীয় ও আমল ফাইল ছবি

শবে কদর (লাইলাতুল কদর) ইসলামের অন্যতম বরকতময় রাত। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম (সূরা আল-কদর, আয়াত ৩)। তাই এ রাতে বেশি বেশি ইবাদত করা উচিত।


শবে কদরের প্রস্তুতি ও করণীয়

১. আত্মশুদ্ধি ও নিয়ত ঠিক করা

আল্লাহর সন্তুষ্টির জন্য এই রাতের ইবাদতের নিয়ত করুন।

নিজের অতীত গুনাহের জন্য তাওবা ও ইস্তিগফার করুন।


২. কুরআন তিলাওয়াত করা

বেশি বেশি কুরআন পড়ুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন।

সূরা কদর, সূরা ইয়াসিন, সূরা রাহমান ও সূরা মুলক পড়তে পারেন।


৩. নফল নামাজ আদায় করা

বেশি বেশি নফল নামাজ পড়ুন।

২ রাকাত করে নামাজ আদায় করুন এবং দীর্ঘ সিজদায় দোয়া করুন।


৪. দোয়া ও জিকির করা

বেশি বেশি "আস্তাগফিরুল্লাহ", "সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি", "লা ইলাহা ইল্লাল্লাহ" পড়ুন।

রাসূল (সা.) শিখিয়েছেন এই দোয়াটি বেশি বেশি পড়তে:

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারণ: "আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি"

অর্থ: হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও।


৫. দান-সদকা করা

গরিব-দুঃখীদের সাহায্য করুন, কারণ এই রাতের দান হাজার মাসের দানের সমান সওয়াবের অধিকারী।


৬. গুনাহ থেকে বিরত থাকা

অশ্লীল কথা, গীবত, অহংকার, মিথ্যা ও হারাম কাজ থেকে বিরত থাকুন।


৭. বিশেষ দোয়া করুন

নিজের, পরিবার, সমাজ ও উম্মাহর জন্য দোয়া করুন।

বিশেষ করে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের জন্য প্রার্থনা করুন।


শবে কদর কখন হতে পারে?

শবে কদর রমজানের শেষ ১০ রাতের বিজোড় রাতগুলোতে (২১, ২৩, ২৫, ২৭, ২৯) খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে (সহিহ বুখারি)।


এ রাতকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, কারণ এটি জীবনের শ্রেষ্ঠ রাতগুলোর একটি!


thebgbd.com/NIT