ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ২০ লাখ মানুষের খাদ্য নেই

গাজায় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হচ্ছে না গত সাত দিন।
  • অনলাইন ডেস্ক | ০৯ মার্চ, ২০২৫
গাজায় ২০ লাখ মানুষের খাদ্য নেই ধুকছে গাজার অসহায় মানুষ।

আল জাজিরা টেলিভিশনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গাজা উপত্যকায় ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকটের সম্মুখীন হচ্ছে। আল জাজিরা টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে দুবাই থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।


প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি কর্তৃপক্ষ এই অঞ্চলে সমস্ত মানবিক সহায়তা সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণে ২৩ লাখ মানুষ খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতির সম্মুখীন হচ্ছে। গাজায় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হচ্ছে না গত সাত দিন। 


টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, গাজার বাসিন্দাদের ঘরবাড়ি মেরামত, আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা এবং ধ্বংসাবশেষের মধ্যে থেকে কোনও উপকরণ খুঁজে বের করার জন্য কোন তহবিল নেই।


সূত্র: তাস


এসজেড