ঢাকা | বঙ্গাব্দ

শান্তির আহ্বান আল-শারার

নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার অনুগতদের মধ্যে গত কয়েক দিনের সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
  • | ০৯ মার্চ, ২০২৫
শান্তির আহ্বান আল-শারার আহমেদ আল-শারা

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতীয় ঐক্য ও শান্তির আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগতদের মধ্যে গত কয়েক দিনের সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পর রোববার তিনি এ আহ্বান জানান। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের অধিকাংশই সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ভুক্ত।


দামেস্কের একটি মসজিদে দেওয়া এক ভাষণে শারা বলেন, ‘আমাদের যতটা সম্ভব জাতীয় ঐক্য ও নাগরিক শান্তি রক্ষা করতে হবে। আল্লাহ’র ইচ্ছায়, আমরা এই দেশে একসঙ্গে বসবাস করতে সক্ষম হব।’


সূত্র: এএফপি


এসজেড