ঢাকা | বঙ্গাব্দ

মন্দায় মার্কিন অর্থনীতি

একাধিক দেশের সঙ্গে শুল্কযুদ্ধ বাজারে অনিশ্চয়তা ডেকে এনেছে। জিনিসের দাম বাড়ছে। শেয়ার বাজারেও প্রভাব পড়ছে।
  • অনলাইন ডেস্ক | ১০ মার্চ, ২০২৫
মন্দায় মার্কিন অর্থনীতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন অর্থনীতি মন্দার মুখোমুখি হতে পারে। সেই সম্ভাবনার কথা বলছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের অর্থনীতি একটি পরিবর্তনের মধ্যে দিয়ে এগোচ্ছে। যেখানে আগে থেকে কোনও ভবিষ্যদ্বাণী করা যায় না। ক্ষমতায় আসার পর মার্কিন বাণিজ্য নীতির ‘চেহারা’ বদলে দিচ্ছেন ট্রাম্প। একের পর এক দেশের বিরুদ্ধে শুল্ক চাপাচ্ছেন। বন্ধু-শত্রু, বিচার করছেন না। মার্কিন হৃত সম্পদ পুনরুদ্ধার করতে চান বলে জানিয়েছেন তিনি। কিন্তু এর নেতিবাচক প্রভাবও পড়তে পারে দেশের অর্থনীতিতে, তাও মানছেন তিনি।


ফক্স নিউজকে দেওয়া বৃহস্পতিবারের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে রোববার। ট্রাম্পের নতুন শুল্কনীতি দেশের অর্থনীতিকে প্রভাবিত করবে কি না, মন্দার সম্ভাবনা আছে কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট বলেন, ‘এই ধরনের কোনও ভবিষ্যদ্বাণী করতে পছন্দ করি না। যেটা করছি, সেটা খুব বড় একটা কাজ। ফলে এখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা চলেছি। আমরা যুক্তরাষ্ট্রের সম্পদ পুনরুদ্ধার করছি। সেটা একটা খুব বড় কাজ।’ এই লক্ষ্যে পৌঁছোতে কিছুটা সময় লাগবে, তাও মেনে নিয়েছেন ট্রাম্প।


প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন ট্রাম্প। একই সঙ্গে চীনা পণ্যেও বাড়তি শুল্ক চাপানো হয় ট্রাম্প। প্রথমে ১০ শতাংশ শুল্কের কথা বললেও পরে তা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সতর্কতা দেওয়া হয়, সমস্ত দেশ মার্কিন পণ্যে চড়া হারে শুল্ক নেয়, তাদের বিরুদ্ধেও একই ভাবে শুল্ক চাপানো হবে।


চীন পাল্টা শুল্কের কথা জানিয়েছে। সতর্ক করেছে কানাডাও। ফলে বেশ কিছু পণ্যের দাম বেড়ে গেছে। শেয়ার বাজারেও তার প্রভাব পড়েছে। অনিশ্চয়তায় ভুগছেন মার্কিন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি। তা মন্দার মুখোমুখি হলে বিশ্ব অর্থনীতিতেই এর নেতিবাচক প্রভাব পড়বে। তবে মন্দার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের বাণিজ্য সচিব হোয়ার্ড লুটনিক। পৃথক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিদেশি পণ্যের দাম কিছুটা বাড়তে পারে। তবে যুক্তরাষ্ট্রে দেশীয় পণ্যের দাম কমবে। মন্দার কোনও সম্ভাবনাই নেই।’


সূত্র: রয়টার্স


এসজেড