চট্টগ্রামের ২০টি এলাকায় গত চার দিন ধরে তীব্র পানিসংকট চলছে। ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ফুটো হয়ে যাওয়ার কারণে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বিভিন্ন জায়গায় গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করছেন, তবে তাদের কাছে গোসল ও রান্নার পানি সংগ্রহ করা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বাড়তি খরচে পানি কিনতে বাধ্য হচ্ছেন।
নগরের রোকেয়া হাইটসের সামনে পানি সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে অনেকেই রোজা রেখে এই কঠিন কাজ করতে পারছেন না। চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানান, পাইপলাইন মেরামত করার কাজ চলছে এবং রাতের মধ্যে কাজ শেষ হওয়ার চেষ্টা চলছে।
তবে, স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ, এবং তারা ওয়াসা প্রধান কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানান। বাসিন্দারা দ্রুত পানির সংকট সমাধান এবং সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম নগরের হালিশহর নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকা ১২ বছরের সবজি বিক্রেতা তামিম ইকবাল স্থানীয় ‘রোকেয়া হাইটস’ ভবন থেকে পানি নিয়ে বাসায় পৌঁছে দিচ্ছিলেন। এ সময় তিনি জানান, চার দিন ধরে তাদের বাসায় ওয়াসার পানি আসছে না। পানি কেনার সামর্থ্যও তাদের নেই। ফলে ভবনের গভীর নলকূপ থেকে পানি নিয়ে কাজ সারছে তারা।
একই এলাকার বাসিন্দা বিউটি বেগমের অবস্থাও তামিম ইকবালের মতো। তার বাসায় গত শনিবার রাত থেকে পানি নেই। তিনিও একই ভবন থেকে পানি নিচ্ছিলেন। আগের রাতের স্মৃতি তুলে ধরে বিউটি বলেন, ‘সাহ্রির সময় উঠে দেখি পানি নেই। ঘরে পানি জমা ছিল না। এখন চার দিনেও আসেনি পানি।’
thebgbd.com/NA