ঢাকা | বঙ্গাব্দ

গ্রিনল্যান্ডে মধ্য-ডানপন্থী দলের জয়

ডেমোক্র্যাটিক পার্টি জয়ের পথে এমনভাবে নেতৃত্ব ধরে রেখেছে, যাকে হারানো যাবে না।
  • অনলাইন ডেস্ক | ১২ মার্চ, ২০২৫
গ্রিনল্যান্ডে মধ্য-ডানপন্থী দলের জয় ভোটগণনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে থাকা ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে মঙ্গলবার অনুষ্ঠিত আইনসভা নির্বাচনে মধ্য-ডানপন্থী ডেমোক্র্যাটিক পার্টি বিজয়ী হয়েছে। এছাড়া, এই দ্বীপ অঞ্চলটির দ্রুত স্বাধীনতার পক্ষে প্রচারণাকারী জাতীয়তাবাদী দল নালেরাক কাছাকাছি সংখ্যক ভোট পেয়ে পরের অবস্থানে রয়েছে। সম্প্রচারমাধ্যম কেএনআর-এর বরাত দিয়ে নুউক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


কেএনআর জানিয়েছে, রাজধানী নুউকে ভোট গণনার পর ‘সামাজিক উদারপন্থী’ হিসেবে পরিচিত ডেমোক্র্যাটিক পার্টি  জয়ের পথে এমনভাবে নেতৃত্ব ধরে রেখেছে, যাকে হারানো যাবে না। দলটি দীর্ঘমেয়াদে গ্রিনল্যান্ডের স্বাধীনতার আহ্বান জানিয়েছে। জাতীয়তাবাদী দল নালেরাক ‘বিস্ময়কর’ নির্বাচনী ফলাফলের দিকে এগিয়ে যাচ্ছে বলে কেএনআর জানিয়েছে।


সূত্র: এএফপি


এসজেড