ঢাকা | বঙ্গাব্দ

ইরানের জন্য ‘কূটনৈতিক’ সমাধান

সংঘর্ষ ও সংঘাতের দিকে অগ্রসর হওয়া থেকে বিরত থাকতে সকল পক্ষকে শান্ত থাকা ও সংযম বজায় রাখা উচিত।
  • অনলাইন ডেস্ক | ১৩ মার্চ, ২০২৫
ইরানের জন্য ‘কূটনৈতিক’ সমাধান বন্ধু ইরানের পাশে চীন।

পরমাণু কর্মসূচী নিয়ে আলোচনা করতে শুক্রবার বেইজিংয়ে রাশিয়া ও ইরানের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছে চীন। বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার চীন ইরানের পরমাণু কর্মসূচীর ‘কূটনৈতিক’ সমাধানের আহ্বান জানিয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানায়।


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক ব্রিফিংয়ে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি, ইরানের পরমাণু পরিস্থিতির অবনতি এড়াতে এমনকি সংঘর্ষ ও সংঘাতের দিকে অগ্রসর হওয়া থেকে বিরত থাকতে সকল পক্ষকে শান্ত থাকা ও সংযম বজায় রাখা উচিত।’


সূত্র: এএফপি


এসজেড