ঢাকা | বঙ্গাব্দ

শুক্রবার চালু হচ্ছে মিরপুর ডিওএইচএস-উত্তরা মেট্রো স্টেশনের সড়ক

সড়কটিতে একসময় যানজটে দীর্ঘ সময় নষ্ট হতো। কাল থেকে কয়েক মিনিটেই মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনে যাতায়াত সম্ভব হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২৫
শুক্রবার চালু হচ্ছে মিরপুর ডিওএইচএস-উত্তরা মেট্রো স্টেশনের সড়ক সংগৃহীত

মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনের সড়ক সংস্কার করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্কার শেষে আগামীকাল (শুক্রবার) চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।


বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে বিষয়টি জানানো হয়েছে।


সংস্থাটি বলছে, সড়কটিতে একসময় যানজটে দীর্ঘ সময় নষ্ট হতো। কাল থেকে কয়েক মিনিটেই মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনে যাতায়াত সম্ভব হবে।


এর আগে, ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন বিষয়টি জানিয়েছিলেন, সংস্কার ও উন্নয়নকাজের জন্য মিরপুর ডিওএইচএস-সংলগ্ন মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশন হতে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচ এমপি চেকপোস্ট পর্যন্ত সড়ককে ১৩ মার্চ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।


মকবুল হোসাইন বলেন, আগামী ১৪ মার্চ সকাল থেকে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে সংস্থাটির পক্ষ থেকে।


thebgbd.com/NIT