পিরোজপুরের ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরিফের ১৩৫তম বার্ষিক মাহফিলের সমাপনী দিনে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। শুক্রবার জুমার নামাজের আগে তিনি মাহফিলে বক্তব্য দেন।
মাহফুজ আলম বলেন, ‘দেশের চলমান অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলো যেন সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য দোয়া চাই। আমাদের লক্ষ্য হলো দেশকে একটি সুসংগঠিত অবস্থায় রেখে দায়িত্ব হস্তান্তর করা।’
তিনি আরও বলেন, ছারছীনা দরবার শরিফের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ইসলামী শিক্ষার প্রসার ঘটেছে। এখানে প্রতিষ্ঠিত অসংখ্য মাদ্রাসা দ্বীনি শিক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। তিনি জানান, তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই দরবার শরিফের সঙ্গে সম্পর্কিত, এবং ছোটবেলায় বহুবার এখানে আসার সুযোগ পেয়েছেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘আমি এখানে এসেছি দেশ ও নিজের জন্য দোয়া চাইতে। ছারছীনা শরিফের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুফি নেছার উদ্দিন আহমদ (রহ.) উপমহাদেশে ইসলামি সংস্কারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তা উপলব্ধি করার সুযোগ পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘একজন সরকারি প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে দোয়া চাই, যেন দেশকে শান্তি ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারি। বিশেষ করে, আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সন্তান হিসেবে দেশের সেবা করতে পারি।’
মাহফিলের সমাপ্তিতে ছারছীনা দরবার শরিফের পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণের জন্য দোয়া করেন।
এর আগে, তথ্য উপদেষ্টা ছারছীনা দরবার শরিফের প্রয়াত পীরদের কবর জিয়ারত করেন। এ সময় দরবারের বর্তমান পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খানসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টার মাহফিলে অংশগ্রহণের বিষয়টি তাঁর দাপ্তরিক ফেসবুক পেজেও জানানো হয়।
thebgbd.com/NIT