ঢাকা | বঙ্গাব্দ

ট্রেনের অগ্রিম টিকিট: ৩০ মিনিটে সার্ভারে হিট ৭৩ লাখ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ মার্চ, ২০২৫
ট্রেনের অগ্রিম টিকিট: ৩০ মিনিটে সার্ভারে হিট ৭৩ লাখ ছবি : সংগৃহীত।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনের টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার থেকে।


আজ শনিবার সকালে দ্বিতীয় দিনের মতো পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। টিকিট বিক্রি শুরুর পর প্রথম আধাঘণ্টায় ৭৩ লাখ বার ওয়েবসাইটে হিট বা টিকিট কাটার চেষ্টা করা হয়েছে।


শনিবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাৎ হোসেন।


তিনি বলেন, সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়েছে। ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ৭৩ লাখ বার হিট করা হয়েছে। টিকিট সব বিক্রি হয়ে গেছে।


এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ ও ৩০ মার্চের টিকিট ২০ মার্চ বিক্রি করা হবে।


এছাড়া চাঁদ দেখার উপরে নির্ভর করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।


এছাড়া বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।



thebgbd.com/NA