ঢাকা | বঙ্গাব্দ

স্বর্ণমন্দিরে রড নিয়ে হামলা, আহত ৫

গুরু রামদাস লঙ্গরের কাছে দাঁড়িয়ে থাকা ভক্তদের আচমকাই লোহার রড দিয়ে মারতে থাকেন অভিযুক্ত।
  • অনলাইন ডেস্ক | ১৫ মার্চ, ২০২৫
স্বর্ণমন্দিরে রড নিয়ে হামলা, আহত ৫ অমৃতসরের স্বর্ণমন্দির।

অমৃতসরের স্বর্ণমন্দিরের ভিতরে লোহার রড দিয়ে এলোপাথাড়ি হামলায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। তাদের মধ্যে দুই জন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির স্বেচ্ছাসেবী। আহত এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় হামলাকারী এবং তার সহযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই হামলা, তা তদন্ত করে দেখা হচ্ছে।


গুরুদ্বারের রান্নাঘর অর্থাৎ গুরু রামদাস লঙ্গরের কাছে দাঁড়িয়ে থাকা ভক্তদের আচমকাই লোহার রড দিয়ে মারতে থাকেন অভিযুক্ত। বেশ কয়েকজন অভিযুক্তদের ধরে ফেলেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এক কর্মকর্তা জানান, হামলার আগে গুরুদ্বারে প্রবেশ করে রেকি করেন হামলাকারীর সঙ্গী। পরে হামলাকারী বাইরে গিয়ে রড নিয়ে আবার প্রবেশ করেন গুরুদ্বারে। 


বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানায় দ;ন্দেদর স্বার্থে পুলিশ হামলাকরীর নাম প্রকাশ করেনি। তবে আরেকটি সূত্র জানিয়েছে আটক ব্যক্তির হরিয়ানার বাসিন্দা জুলফান সিং। তাকে জেরা করে হামলার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, পুলিশ আতঙ্কিত হতে বারণ করেছেন। তবে ঘটনার পর গুরুদ্বারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ডিসেম্বরে স্বর্ণমন্দিরের প্রবেশপথে শিরোমণি অকালি দলনেতা পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে গুলি চালানো হয়।


সূত্র: পিটিআই


এসজেড